History

History

শিক্ষায় ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ২০০৪ সালে আইডিয়াল কমার্স কলেজ প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠালগ্ন থেকেই ICC ব্যবসায় শিক্ষা শাখায় প্রতিটি বোর্ড পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করে আসছে । যার ফলে রাজধানীসহ সমগ্র বাংলাদেশে আইডিয়াল কমার্স কলেজ (ICC) একটি মানসম্মত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে । আর এই ব্যাপক পরিচিতির এবং শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০১৯ সাল থেকে ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাও অত্র কলেজে পড়াশুনার সুযোগ পাচ্ছে । আপনারা জেনে আনন্দিত হবেন যে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাসসহ মোট পরীক্ষার্থীর অধিকাংশই জিপিএ-৫ অর্জন করতে সক্ষম হয় । বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী এবং বিজ্ঞান শাখার ক্ষেত্রে তৈরিতে আইডিয়াল কমার্স কলেজের বিজ্ঞান শাখার একঝাঁক তরুণ শিক্ষকমন্ডলী অত্যন্ত আন্তরিকতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । শিক্ষকদের আন্তরিকতায় শিক্ষার্থীরাও বহুমাত্রিক জ্ঞানার্জনের সুযোগ পাচ্ছে এবং সেই সাথে প্রতিযোগিতামূলক বিশ্বের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলছে ।

আইডিয়াল কমার্স কলেজ জ্ঞানার্জনের পাশাপাশি বৈশ্বিক দক্ষতা অর্জনের উপর বরাবরই সর্বাধিক গুরুত্বারোপ করে আসছে । যার ফলে এই কলেজের শিক্ষার্থীরা প্রতিবছর উল্লেখযোগ্য হারে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয় ।

বিজ্ঞান শাখা সংযোজনের ফলে কলেজটি নতুন উদ্যমে শিক্ষাকার্যক্রম এগিয়ে চলছে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান শাখার ছাত্র-ছাত্রীরাও ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র-ছাত্রীদের অনুরূপ সক্ষমতা অর্জন করতে পারবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস ।