নিয়ম-শৃঙ্খলা
আচার-আচরণ
একজন আদর্শ শিক্ষার্থীর পরিচয় কেবল তার উত্তম ফলাফলেই নয়, সামগ্রিক আচার-আচরণ ও নিয়ম-শৃঙ্খলা মেনে চলার উপর ও নির্ভর করে । তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য নিন্মোক্ত আচরণ-বিধি অবশ্যই পালনীয়ঃ
- কলেজের প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আচার-আচরণে হতে হবে ভদ্র, বিনয়ী ও শালীন।
- কলেজের শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন ।
- ছাত্রদের চুল ছোট রাখা ।
- ছাত্রীদের সাজসজ্জা অবশ্যই ছাত্রী সুলভ হওয়া বাঞ্চনীয়।
- ক্লাস চলাকালীন কোন ছাত্র-ছাত্রীর বারান্দা এবং লাইব্রেরিতে অবস্থান না করা
- ক্লাস ছুটির আগে কোন ছাত্র-ছাত্রী কলেজের বাইরে না যাওয়া ।
- ছুটির পরে সুশৃখলভাবে শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস ত্যাগ করা ।
- কলেজ ক্যাম্পাস ধুমপান ও রাজনৈতিক আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ ।
- মোবাইল ফোন নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ।
- কলেজের সকল নিয়ম-শৃঙ্খলা ও আচরণ বিধি মেনে চলা ।
- প্রতিদিনের অনুপস্থিতির জন্য ১০০ টাকা জরিমান প্রদান করতে হবে ।
বহিষ্কার/ভর্তি বাতিল
নিন্মোক্ত যে কোন কারণে পূর্ব সতর্কীকরণ ছাড়াই কলেজ কর্তৃপক্ষ কোন ছাত্র-ছাত্রীকে বহিষ্কার বা তার ভর্তি বাতিল করতে পারবে :
- কলেজ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে দীর্ঘদিন অনুপস্থিতি।
- অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণ না করা ।
- কলেজের আসবাবপত্র বা কোন সম্পদ ইচ্ছা করে বিনষ্ট করা ।
- কলেজ ক্যাম্পাসে অশোভন আচরণ করা ।
- আইন-শৃঙ্খলা বিরোধী কাজ করা বা অনুরূপ কোন অনৈতিক কাজে জড়িত থাকা ।
- কলেজের নিয়ম-কানুন ভঙ্গ করা ।