why study at ICC

why study at ICC

বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সকল ক্ষেত্রে আমাদের

ভবিষ্যৎ প্রজন্ম যাতে টিকে থাকতে পারে এবং নিজেদের জন্য স্বতন্ত্র জায়গা করে নিতে পারে

সেই লক্ষ্যে আইডিয়াল কমার্স কলেজ বিষয়গত জ্ঞানদানের পাশাপাশি আধুনিক, সৃজনশীল এবং

কর্মমূখী শিক্ষাক্রম চালিয়ে যাচ্ছে। সেই সাথে শিক্ষার্থীদের সৎ, আদর্শ, কর্মোদ্যোগী, আধুনিক

চিন্তা-চেতনা ও ক্সনতিকতাসম্পন্ন দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই অত্র প্রতিষ্ঠানের লক্ষ্য।

এছাড়া নিরলস জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষার জন্য দেশের খ্যাতনামা

বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের স্থান করে নিতে পারে সেই লক্ষ্যে আইডিয়াল কমার্স কলেজ

সর্বদা মানসম্মত শিক্ষা নিশ্চিত করে।